
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুই পক্ষের সহিংসতায় কেউ আটক হলে ভোটের আগে ছাড়া পাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২২ অক্টোবর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ কর্মশালায় এসব তথ্য জানান কমিশনার আনোয়ারুল ইসলাম।
ইউএনওদের উদ্দেশে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। বর্তমানে দায়িত্ব পালন করার সুযোগ, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি সঠিকভাবে কাজ করা হয়, ইসি পাশে থাকবে; কিন্তু উদ্দেশ্যমূলক বা অন্যায় কর্মকাণ্ড করলে কেউ ছাড় পাবে না।
কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারের সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখন থেকেই নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সকলকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের জন্য ১৬ নভেম্বর থেকে ভোটার অ্যাপ উন্মুক্ত করা হবে।
অন্যদিকে কমিশনার আবদুর রহমান মাছউদ বলেন, “এবারও যদি সুষ্ঠু নির্বাচন করতে না পারি, তাহলে বিশ্বমঞ্চে আমরা নিন্দিত জাতি হিসেবে বিবেচিত হব। দেয়ালে পিঠ ঠেকে গেছে। ভালো নির্বাচনের বিকল্প নেই।”